কম্পিউটারের Auto Run বন্ধ করুন

Auto Run চালু থাকলে মেমোরি ডিভাইস (মেমোরি কার্ড, পেনড্রাইভ ইত্যাদি) এর মাধ্যমে কম্পিউটার এ ভাইরাস ছড়ায় খুব দ্রুত। আপনি যদি অটো রান বন্ধ রাখেন তাহলে কিছুটা হলেও কম্পিউটারে ভাইরাস কম ছড়াবে।

Auto Run বন্ধ জন্য আপনাকে প্রথমে Win+R চাপ দিন একসাথে অথবা Start মেনুতে ক্লিক করে Run এ ক্লিক করুন।

Open এর ঘরে gpedit.msc লিখে Enter প্রেস করুন।

Group Policy Open হবে।

এবার ডান পার্শ্বে Computer Configuration এর সাবমেনু Administrative Template এ ক্লিক করুন।

তার পর System এ ক্লিক করুন।

এবার বাম পার্শ্বের দিকের নিচের থেকে Turn Off Auto Play তে ডাবল ক্লিক করুন।

Enable (এনাবল) রেডিও বাটনে টিক দিন। Turn Off Auto Play on এর ঘরের ড্রপ ডাউন মেনু থেকে All Drives সিলেক্ট করুন।

Apply বাটনে ক্লিক করুন। এরপর OK দিন।

এখন আপনার পিসির অটো প্লে বন্ধ হয়ে আছে। পরীক্ষা করার জন্য একটি পেন ড্রাইভ প্রবেশ করান।

Auto Play চালু করতে চাইলে একই পদ্ধতিতে গিয়ে Not Configured রেডিও বাটনে টিকদিয়ে Apply বাটনে ক্লিক করুন। এরপর OK দিন।