আপনার প্রিয় মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করুন ফেসবুকে

অনেক দিন পর মনে হয় আসলাম বলব নাকি আসতে পারলাম বলব ঠিক বুঝতে পারছি না।
কয়েক দিন হল একটা ম্যাসেজ পড়তে পড়তে মুকস্থ্য হয়ে গেছে। তা হল সার্ভার নট ফাউন্ড। এই ব্লগের এডড্রেস টাইপ করে এন্টার দিলেই বার্তাটা পাই।
আসলে এটা আমার সমস্যা নাকি সার্ভারের সমস্যা তাও ঠিক বঝুতে পারছি না। কারন ব্লগে থাকতে থাকতেও সার্ভাই হাওয়া হয়ে যায়।

তবে মোবাইলে পরতে তেমন সমস্যা হয় না।

যাই হোক এবার কাজের কথায় আসি।
প্রথমেই বলে নেই আমি কাজের টেকি নই। মাঝে মাঝে দু’একটা টেকির কথা মনে হয়। আর মনে হলে ইচ্ছা করে আপনাদের সাথে তা শেয়ার করার কথা।
আজও তাই হল। আজকের টেকিটা হয়তো অনেকেই আমার অনেক আগে থেকেই জানেন। তারপরও কারও যদি জানা না থাকে এই ভাবনা থেকেই লেখতে বসলাম।

ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ এখন পাওয়াই কঠিন (যারা নেটে ঘাটাঘাটি করেন তারা)।
ফেসবুকে লগ-ইন করতে অনেকে ইমেল আইডি ব্যবহার করেন। কিন্তু ই-মেইল আইডি ছাড়াও লগ-ইন করার আর একটি পথ আছে তা হল আপনার প্রিয় মোবাইল নং।

অনেকের কাছে ইমেল আইডি লেখতে বিরক্ত লাগে (যেমন আমার কাছেই)।
তাই এই টেকি লেখা। যদি কারো উপকারে আসে।

যাই হোক আপনার মেইল আইডির পরির্বতে কিভাবে মোবাইল নাম্বার সেট করবেন শুনুন দেখি।

প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকে লগ-ইন করুন ইমেল আইডি দিয়ে। মোবাইল থেকে ফেসবুকের এড্রেস হলঃ m.facebook.com
আপনার ফোনে অপেরা মিনি থাকলে বেশী ভাল হয়।

লগ-ইন হবার পর যে পেজ ওপেন হবে সেই পেজের একেবারে শেষে চলে যান।
এবার নিচের ধাপ ফলো করুন,
Settings=>Account=>(My phone numbers) Add an additional mobile phone
Country code-এ বাংলাদেশ নির্বাচন করে, নিচের ঘরে যে নাম্বার দিয়ে লগ-ইন করতে চান সেই নাম্বার দিন। তবে নাম্বারটি চালু থাকতে হবে। কারন নাম্বার দেয়া শেষ হলে সেভ করলে আপনার দেয়া নাম্বারে একটি কোড সহ ম্যাসেজ পাঠানো হবে।
ম্যাসেজ পাঠানোর পর প্রয়োজনে আবার সেভ-এ ক্লিক করুন( অটো অন্য পেজে না গেলে)।

এবার ফোনে পাওয়া ম্যাসেজ থেকে কোডটি সংগ্রহ করে
নিচের ঘরে বসান।
Enter the confirmation code from the sms that was sent to your phone: 01………………..-এর নিচে একটি ঘর দেয়া থাকবে।

এবার সেভ করুন।
ব্যস অনেক খেটেছন এবার লগ- আউট করে বাহিরে গিয়ে ঘুরে আসুন। বাহিরে না জেতে চাইলে এবার মেইল আইডির বদলে ঐ ফোন নাম্বার দিয়ে লগ- ইন করে দেখুন।

এখন মোবাইল বা কম্পিউটার সব খানেই এইটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মেইল আইডি দিয়েও লগ-ইন করতে পারবেন।

বি.দ্র. আমি মোবাইল নাম্বার সেট করার কাজ কম্পিউটার থেকে করতে পারি নাই। অর্থাৎ প্রথম কাজটা মোবাইল দিয়েই করতে হবে (সম্ভাবত)