২৩ টাকায় ৩দিন আনলিমিটেড ডাউনলোড/আপলোড ইন্টারনেট ইউস করুন অথবা ২৩০ টাকায় ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ইউস করুন[আপডেটেড]

অনেক দিন যাবত এই টিউন টি করার জন্য সবার রিকয়েস্ট আসছিলো টাইমের জন্য করা হয়ে উঠে নাই আজকে করে ফেললাম। গ্রামীন ফোন এর উপরে চেইতা আছেন? তাইলে বাশ দেন গ্রামীন কে। ২৩ টাকায় ৩দিন আনলিমিটেড ডাউনলোড/আপলোড ইন্টারনেট ইউস করুন বা ৩০০টাকায় ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ইউস করুন (গ্রামীন ফোন কে বাশ দেন)
নিচের সব গুলো লিখা ভালো করে পড়ে নিবেন এক্সট্রা কনো কথা লিখি নাই সব খুব খুব দরকারি।


২৩ টাকায় ৩দিন আনলিমিটেড ডাউনলোড/আপলোড ইন্টারনেট ইউস করুন
১। আপনার মবাইলে ইন্টারনের থাকতে হবে, শুধু থাকলে হবে না p1 একটিভ থাকতে হবে। অন্য কনো প্যাকেজ থাকলে এটা চালু হবে না পরে কেচ কেচ করতে পারবেন না। p1 চালু করতে edge p1 লিখে 5000 সেন্ড করে দিন। (যদি p1 চালু থাকে তাহলে আর প্রবলেম নাই)
(মেসেজ করতে ২টাকা কাটবে)

২। আপনার মেসেজ আপেশনে গিয়ে টাইপ করুন backup সেন্ড করুন 6000 এ (মেসেজ করতে ২টাকা কাটবে, আর সার্ভিসটি একটিভ হতে ২৩টাকা লাগবে তাই মোবাইলে ৩০টাকা রাখুন মিনিমাম নাহয় হবে না)

৩। এখন আপনার কাছে একটা মেসেজ আসবে নিচের মত এখান থেকে লিংক টাতে ক্লিক করে ঠুকে পরেন। লিংক এ ঢুকার পর একটা জিনিস ডাউনলোড করতে বলবে সেটা কেনসাল করে দিবেন অবশ্যই নায়হ আপনার ৪৫টাকা কেটে যাবে। ডাউনলোড কেনসাল করার পর বেলেন্স চেক করুন যদি ২৩টাকা কাটা হয় তাহলে ৩দিন আনলিমিটেড ডাউনলোড/আপলোড ইন্টারনেট ইউস করুন। যদিও একটা মেসেজ দিয়ে আপনাকে কনফার্ম করে দিবে, অনেক মসয় ১০মিনিট লেট হয় মেসেজ টা আসতে তাই বললাম টাকা কাটলেই বুঝে নিবেন একটিভ হয়ে গেছে।

thanks u for ur interest in grameen phone mobile backup service. to proceed with the registration process please click on http://mb.grameenphone.com/mobilebackup/wap using gp WAP connection. if ur handset do not supprt EDGE then send REG to 6000 to subscribe for SMS based backup service only.
নোট:-একটা সিম থেকে ১মাসে একবার ই এটা একটিভ করতে পারবেন। ১মাস শেষ হলে পরে আবার করতে পারবেন। এই ট্রিকসে কেউ ভাববেন না স্পিড কম থাকবে, বরং এটাতে স্পিড বেশী থাকে। মেসেজ করতে না চাইলে মোবিলে থেকে এই লিংক এ গেলেও চলবে। http://mb.grameenphone.com/mobilebackup/wap বাকিটা আগের মত। আরেকটা কথা ১নং অপশনটা দেখে নিতে ভুলবেন না। আরেকটা কথা হলো আপনার হেন্ড সেটে যদি লিংক অনেক করার আপশন থাকে তাহলে মেসেজ করুন নাহয় সরাসরি লিংক এ চলে যান। আরেকটা কথা গ্রামীন ও ডিজুস, মানে গ্রামীনের সকল প্রকার নাইলে এটা হবে পোস্ট পেইডে হবে কিনা জানা নাই। একটি কথা এই সার্ভিস বন্ধ করার জন্য unsub লিখে ৬০০০ ম্যাসেজ পাঠাতে হবে। না হলে তার পরের মাসে ২৩ টাকা কেটে নিবে।

৩০০টাকায় ১ মাস আনলিমিটেড ইন্টারনেট ইউস করুন
খুব ই সিমপল তাই না? জাস্ট গ্রামীন এর ১০টা সিম জগার করুন। তাহলেই হয়ে যাবে।
১০ টা সিম *৩ দিন = ৩০ দিন।
একটা সিম করতে ২৩টাকা (মেসেজ ছারা) * ১০টা সিম = ২৩০টাকা ১মাশ (মেসেজ বার বার করতে হবে না ঐ লিংক এ ক্লিক করলেই হবে)

যারা বলবেন এখন আর কাজ হয় না তারা ফালতু কথা বলতেছে। প্রমান চান? তাহলে গ্রামীনের সাইট থেকে খুরে আসুন নিজের আরো বিস্তারিত জেনে আসুন।

https://webserv.grameenphone.com/mobilebackup/default/login.vhtml

আরো দেখুন এখানে

http://www.grameenphone.com/index.php?id=457



http://www.grameenphone.com/index.php?id=456

কি-বোর্ডের F1 থেকে F12 এর কাজ

F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকরণের (Rename) জন্য ব্যবহূত হয় । Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা হয়। Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।

F3: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed পুনরায় (Repeat) করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়। এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়। Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়।
F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
F10 : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।
F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।

কম্পিউটারের Auto Run বন্ধ করুন

Auto Run চালু থাকলে মেমোরি ডিভাইস (মেমোরি কার্ড, পেনড্রাইভ ইত্যাদি) এর মাধ্যমে কম্পিউটার এ ভাইরাস ছড়ায় খুব দ্রুত। আপনি যদি অটো রান বন্ধ রাখেন তাহলে কিছুটা হলেও কম্পিউটারে ভাইরাস কম ছড়াবে।

Auto Run বন্ধ জন্য আপনাকে প্রথমে Win+R চাপ দিন একসাথে অথবা Start মেনুতে ক্লিক করে Run এ ক্লিক করুন।

Open এর ঘরে gpedit.msc লিখে Enter প্রেস করুন।

Group Policy Open হবে।

এবার ডান পার্শ্বে Computer Configuration এর সাবমেনু Administrative Template এ ক্লিক করুন।

তার পর System এ ক্লিক করুন।

এবার বাম পার্শ্বের দিকের নিচের থেকে Turn Off Auto Play তে ডাবল ক্লিক করুন।

Enable (এনাবল) রেডিও বাটনে টিক দিন। Turn Off Auto Play on এর ঘরের ড্রপ ডাউন মেনু থেকে All Drives সিলেক্ট করুন।

Apply বাটনে ক্লিক করুন। এরপর OK দিন।

এখন আপনার পিসির অটো প্লে বন্ধ হয়ে আছে। পরীক্ষা করার জন্য একটি পেন ড্রাইভ প্রবেশ করান।

Auto Play চালু করতে চাইলে একই পদ্ধতিতে গিয়ে Not Configured রেডিও বাটনে টিকদিয়ে Apply বাটনে ক্লিক করুন। এরপর OK দিন।

মোবাইল এর জন্য free ডাউনলোড করুন software,games,themes,wallpaper

নিচের লিঙ্ক গুলো থেকে আপনি আপনার মোবাইল এর জন্য software,games,themes,wallpaper free ডাউনলোড করতে পারেন।


http://www.mobile9.com/
http://www.mobilclub.org/
http://www.getjar.com/
http://www.crazy4mobilez.com/
http://www.freenokiasoftware.com/
http://www.funmahol.com/
http://www.mobi11.com/
http://www.mobilclub.org/
http://www.bestmobileworld.com/
http://www.mobicreed.com/
http://www.freesymbiansoft.com/
http://www.sharejar.com/
http://www.cell11.com/
http://www.mobuniverse.com/
http://www.mobango.com/
http://www.youpark.com/
http://www.zedge.net/
http://www.mobilethemes.com/
http://www.emobilez.com/
http://www.mobilerule.org/
http://www.ownskin.com/
http://www.onsmartphone.com/
http://www.gamemobile.com/
http://www.gamejump.com/
http://www.mobilerule.org/
http://www.freemobilefun.net/

জাভা সাপোর্টেড মোবাইলে কোন সফটওয়্যার ছাড়াই ফাইল লুকিয়ে ফেলুন

১.সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন আপনার যেকোন ফোল্ডার/ফাইলঃ-
হ্যা, গল্প নয়, সত্যি। এবার সফটওয়্যার ছাড়াই লুকিয়ে ফেলুন যেকোন ফাইল/ফোল্ডার!!
* প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
* এবার সেই ফোল্ডারটি Rename করুন- নামের শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ- আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান, তাহলে Rename করুন- Music.jad নামে)
* এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান, সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad ফোল্ডারে নিয়ে আসুন।
* সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই এবার নতুন আরেকটি ফোল্ডার বানাবো Music.jar নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি?? Music.jad নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন, সেটি রীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু Music.jar নামে আমাদের বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!! আপনি সহ যে কেউ এই ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম। সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম করে .jar লেখাটুকু তুলে দিন। তাহলে দেখবেন ঠিক তার নিচেই আপনার বানানো Music.jad ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar ফোল্ডারটিকে রিনেম করুন শুধু Music নামে।)
২.আপনার মোবাইলের থিমের ভেতর গোপন ফাইল লুকিয়ে রাখুন!!
কি বিশ্বাস হচ্ছে না?? হ্যা, আমি ঠিকই বলছি, এবার মোবাইলের থিমের ভেতর ফাইল লুকিয়ে রাখুন!! নিচে দেখুন, কিভাবে-
* প্রথমে ১টি ফোল্ডার বানান এবং সেই ফোল্ডারে দরকারী সব ফাইল মুভ করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
* এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন Images ফোল্ডারের ভিতর আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার Images ফোল্ডারটিকে রিনেম করুন Images.nth নামে।)
* লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
* এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই ফোল্ডারে Images.nth ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিম মনে করে আর কেউ সেই ফোল্ডারে ঢুকবে না।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিম সাপ্লাই দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ বানানো আমাদের “থিম ফোল্ডার” দিয়ে দিয়ে দিয়েন না। ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য। ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।
৩.সফটওয়্যার ছাড়া আইকন বিহীন ফোল্ডার বানান
এবারে আসুন সিরিয়াস ব্যাপার বাদ দিয়ে একটু মজা করি। একটি আইকন বিহীন ফোল্ডার বানিয়ে ফেলি।
* একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন।
* (যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb ) এবারে দেখুন, আপনার ফোল্ডারের আইকন ভ্যানিস হয়ে গেছে!!
আমি আপাতত Nokia-3110c ব্যবহার করছি এবং উপরের সবগুলো ট্রিক এই সেটে পরীক্ষিত। অন্যান্য Nokia জাভা সাপোর্টেড সেটেও কাজ করবে। আর ট্রিক্সগুলো আপনার কাছে কেমন লাগল, জানাতে ভুলবেন না।

নোকিয়া সেটের সিক্রেট কোড গুলি

Nokia phones service codes
*#0000# – SW version
*#06# – IMEI
*#war0anty# – SIMLOCK info
*3370# – Enhanced Full Rate ON
#3370# – OFF
*4720# – alternative sound quality codec ON
#4720# – OFF
*#7780# – default factory settings
*#7760# – production serial no.
*#2820# – Bluetooth info.
*#73# – reset phone timers and game scores.
*#7370925538# – delete all the content of the wallet and the wallet code.
*#7370# – soft format — erases all telephone memory কোডটি ব্যবহার করার আগে আপনার সেটে সেভ করা নম্বরগুলোর Backup নিয়ে নিবেন।
[Green]*3 – hard format — if only the telephone memory is formatted, puts back the attitudes and reboots কোডটি ব্যবহার করার আগে আপনার সেটে সেভ করা নম্বরগুলোর Backup নিয়ে নিবেন।
*#delset# – MMS/GPRS settings removal

Nokia Code function


*3370# This Nokia code activates Enhanced Full Rate Codec (EFR) – Your Nokia cell phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR)
*#4720# Activate Half Rate Codec – Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time
*#4720# With this Nokia code you can deactivate the Half Rate Codec
*#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date, 3rd Line : Compression Type
*#9999# Phones software version if *#0000# does not work
*#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number)
#pw+1234567890+1# Provider Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+2# Network Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+3# Country Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
#pw+1234567890+4# SIM Card Lock Status. (use the "*" button to obtain the "p,w" and "+" symbols)
*#147# This lets you know who called you last (Only vodofone)
*#1471# Last call (Only vodofone)
*#21# This phone code allows you to check the number that "All Calls" are diverted to
*#2640# Displays phone security code in use
*#30# Lets you see the private number
*#43# Allows you to check the "Call Waiting" status of your cell phone.
*#61# Allows you to check the number that "On No Reply" calls are diverted to
*#62# Allows you to check the number that "Divert If Unreachable (no service)" calls are diverted to
*#67# Allows you to check the number that "On Busy Calls" are diverted to
*#67705646# Phone code that removes operator logo on 3310 & 3330
*#73# Reset phone timers and game scores
*#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature "SIM Clock Stop Allowed", it means you will get the best standby time possible
*#7760# Manufactures code
*#7780# Restore factory settings
*#8110# Software version for the nokia 8110
*#92702689# Displays – 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date,Nokia phones service codes 4.Date of last repair (0000 for no repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again
*#94870345123456789# Deactivate the PWM-MemThe Operating Systems

এর ঝলকে Nokia তে Symbian এর কোন ভার্সন কার ক্ষেত্রে ব্যবহৃত হয়
The Operating Systems
Nokia phones service codes
Symb OS v6.1

Nokia 7650Nokia phones service codes
Nokia 3650
Nokia 3660
Nokia N-GageNokia phones service codes
Nokia N-Gage QD
Siemens SX-1
Sendo X Nokia phones service codes

Symb OS v7.0

Nokia 3230
Nokia 6600
Nokia 6620
Nokia 6260
Nokia 6670
Nokia 7610
Panasonic X700
Panasonic X800


Symb OS v8.0

Nokia 6630
Nokia 6680
Nokia 6681


Symb OS v8.1

Nokia N70
Nokia N90

Symb OS v9.1Nokia phones service codes

Nokia N91
Nokia 3250
Nokia E60
Nokia E61
Nokia E70Nokia phones service codes
Nokia N71
Nokia N80

বাংলা ওয়েবসাইট পড়ুন মোবাইল দিয়ে

বর্তমান যুগ হল মোবাইলের যুগ। এই মোবাইল দিয়ে যেমন আমরা কথা বলতে পারি ঠিক তেমনি মোবাইল ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় পুরো দুনিয়া এনে দিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার এটি দিয়ে বাংলা ওয়েবসাইট দেখা যায় না। কিন্তু যদি আপনারা মোবাইলে অপেরা মিনি থাকে তাইলে এখন থেকে আপনি বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। প্রথমেই নীচের ওয়েবসাইট থেকে অপেরা মিনি ডাউনলোড করে নিনঃ
http://www.opera.com/mini
এবার address bar এ গিয়ে লিখুন opera:config এবং ok করুন। এরপর ইউজার সেটিংস আসবে আর এখান থেকে User bitmap fonts for complex scipts অপশনে yes দিয়ে সেইভ করুন। এখন menu/tools/settings এ যান এবং mobile view অপশন চালু করে বেরিয়ে আসুন। এখন ইউনিকোড সমর্থিত সকল বাংলা ওয়েবসাইট আপনি ঘুরে দেখতে পারেন।

সকল চায়না মোবাইল এর গোপন কোড সকল চায়না মোবাইল এর গোপন কোড

All Chinese mobile phone Secret Codes:

*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED
*#0000# + Send : Set Default Language CONFIRMED
*#0007# + Send : Set Language to Russian CONFIRMED
*#0033# + Send : Set Language to French CONFIRMED
*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED
*#0039# + Send : Set Language to Italian CONFIRMED
*#0044# + Send : Set Language to English CONFIRMED
*#0049# + Send : Set Language to German CONFIRMED
*#0066# + Send : Set Language to Thai CONFIRMED
*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED
*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED
*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normal
y me>)

More codes to reset chinese mobile phone
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#

also found these

Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send

Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

ZTE Mobile1- *938*737381#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatel ” type=”#_x0000_t75″>E205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#

Service codes Spice:
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#

Service codes Philips:
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200

Service codes “Chinese” models:
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#

Service codes BenQ:
software version: *#300#
test mode: *#302*20040615#

Service codes Pantech:
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#

Service codes VK-Mobile **x, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)

Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)

Service codes LG:
software version: 2945#*#
KG300 NVRAM format: 2945#*# -> menu 15

Service codes Sony-Ericsson:
J100 software version: #82#

Service codes Fly:
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send

Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#

Service codes Motofone-F3:
Motofone F3 software version: **9999* Send
***300* Set SIM Pin
***310* / ***311* SIM Pin ON | OFF
***000* Reset Factory settings
***644* Set Voicemail number
***260* / ***261* Auto keypad lock ON | OFF
***510* / ***511* Voice Prompts ON | OFF
***160* / ***161* Restricted Calling (Phonebook only) ON | OFF
***200608* Send: software version
***200606* Send: software version
***200806* Send: flex version
***250* / ***251* Keypad tones ON | OFF
***470* Select time format
***500* /***501* Prepaid Balance Display ON | OFF
***520* Change language

Service codes Motorola:
C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and “yes””

I-mobile Inno30, 55, 89, 90, 99, 100, A10, A20, P10, Vk200
- Set full factory *741*737381#
- Set full factory *741*7373868#
- Set full factory *741*2878#
- Set Engineer Mode *888*888#
- Check software version *888*837#

I-mobile 100 ,200 , 313
- Check software version #*888#

I-mobile 309, 310
- Check software version *0*4636#
- Test Mode *0*6268#

I-mobile 311
- Check software version #*878#

I-mobile 511
- Check software version *1222*1#

I-mobile 301, 302,308, 508, 601, 602, 603, 604, 606, 611, 901, 902
- Check software version *#159#
- Set Factory Mode *#32787#
- Set Engineer Mode *#3646633#

I-mobile 503, 506, 605, 600, 607, 608
- Set Engineer Mode ***503#
- Set Factory Mode ***504#
- Set Auto Test ***505#

I-mobile 509, 612
- Set Factory Mode *#66*#

I-mobile 504, 505, 803
- Check software version *68*48#
- Set full factory *789#
- Test Mode *#789#

I-mobile 305, 306, 315, 510, 609, 609i,516
- Check software version *#8375#
- Set Factory Mode 878

I-mobile 610
- Check software version *#22#

I-mobile J101, J102
- Test Mode *23638777*783781#

I-mobile 502, 502i, 505, k9, 802
- Check software version *201206*4636#

আপনার প্রিয় মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করুন ফেসবুকে

অনেক দিন পর মনে হয় আসলাম বলব নাকি আসতে পারলাম বলব ঠিক বুঝতে পারছি না।
কয়েক দিন হল একটা ম্যাসেজ পড়তে পড়তে মুকস্থ্য হয়ে গেছে। তা হল সার্ভার নট ফাউন্ড। এই ব্লগের এডড্রেস টাইপ করে এন্টার দিলেই বার্তাটা পাই।
আসলে এটা আমার সমস্যা নাকি সার্ভারের সমস্যা তাও ঠিক বঝুতে পারছি না। কারন ব্লগে থাকতে থাকতেও সার্ভাই হাওয়া হয়ে যায়।

তবে মোবাইলে পরতে তেমন সমস্যা হয় না।

যাই হোক এবার কাজের কথায় আসি।
প্রথমেই বলে নেই আমি কাজের টেকি নই। মাঝে মাঝে দু’একটা টেকির কথা মনে হয়। আর মনে হলে ইচ্ছা করে আপনাদের সাথে তা শেয়ার করার কথা।
আজও তাই হল। আজকের টেকিটা হয়তো অনেকেই আমার অনেক আগে থেকেই জানেন। তারপরও কারও যদি জানা না থাকে এই ভাবনা থেকেই লেখতে বসলাম।

ফেসবুক ব্যবহার করেনা এমন মানুষ এখন পাওয়াই কঠিন (যারা নেটে ঘাটাঘাটি করেন তারা)।
ফেসবুকে লগ-ইন করতে অনেকে ইমেল আইডি ব্যবহার করেন। কিন্তু ই-মেইল আইডি ছাড়াও লগ-ইন করার আর একটি পথ আছে তা হল আপনার প্রিয় মোবাইল নং।

অনেকের কাছে ইমেল আইডি লেখতে বিরক্ত লাগে (যেমন আমার কাছেই)।
তাই এই টেকি লেখা। যদি কারো উপকারে আসে।

যাই হোক আপনার মেইল আইডির পরির্বতে কিভাবে মোবাইল নাম্বার সেট করবেন শুনুন দেখি।

প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকে লগ-ইন করুন ইমেল আইডি দিয়ে। মোবাইল থেকে ফেসবুকের এড্রেস হলঃ m.facebook.com
আপনার ফোনে অপেরা মিনি থাকলে বেশী ভাল হয়।

লগ-ইন হবার পর যে পেজ ওপেন হবে সেই পেজের একেবারে শেষে চলে যান।
এবার নিচের ধাপ ফলো করুন,
Settings=>Account=>(My phone numbers) Add an additional mobile phone
Country code-এ বাংলাদেশ নির্বাচন করে, নিচের ঘরে যে নাম্বার দিয়ে লগ-ইন করতে চান সেই নাম্বার দিন। তবে নাম্বারটি চালু থাকতে হবে। কারন নাম্বার দেয়া শেষ হলে সেভ করলে আপনার দেয়া নাম্বারে একটি কোড সহ ম্যাসেজ পাঠানো হবে।
ম্যাসেজ পাঠানোর পর প্রয়োজনে আবার সেভ-এ ক্লিক করুন( অটো অন্য পেজে না গেলে)।

এবার ফোনে পাওয়া ম্যাসেজ থেকে কোডটি সংগ্রহ করে
নিচের ঘরে বসান।
Enter the confirmation code from the sms that was sent to your phone: 01………………..-এর নিচে একটি ঘর দেয়া থাকবে।

এবার সেভ করুন।
ব্যস অনেক খেটেছন এবার লগ- আউট করে বাহিরে গিয়ে ঘুরে আসুন। বাহিরে না জেতে চাইলে এবার মেইল আইডির বদলে ঐ ফোন নাম্বার দিয়ে লগ- ইন করে দেখুন।

এখন মোবাইল বা কম্পিউটার সব খানেই এইটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে মেইল আইডি দিয়েও লগ-ইন করতে পারবেন।

বি.দ্র. আমি মোবাইল নাম্বার সেট করার কাজ কম্পিউটার থেকে করতে পারি নাই। অর্থাৎ প্রথম কাজটা মোবাইল দিয়েই করতে হবে (সম্ভাবত)

সৃষ্টি জগতে মানুষের মর্যাদা

আল্লাহ তাআলা বিশাল সৃষ্টি জগতে যত প্রাণী সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ, জিন ও ফেরেশতাকেই শুধু ভাল ও মন্দের বিচার-বিবেচনার যোগ্যতা দান করেছেন। এর মধ্যে ফেরেশতাকে মন্দ কাজ করার এখতিয়ার দেননি। তাদেরকে আল্লাহর হুকুম পালনের দায়িত্ব দিয়েছেন; হুকুম অমান্য করার কোন ক্ষমতা দেওয়া হয়নি। তাই ফেরেশতারা তাদের কাজের পুরস্কার পাওয়ার অধিকারীও নয়, শাস্তি পাওয়ার যোগ্যও নয়।
পুরস্কার ও তিরস্কার শুধু মানুষ ও জিন জাতির জন্য। এ দু‌’প্রকার প্রাণীকেই শুধু ভাল ও মন্দ উভয় রকম কাজ করার এখতিয়ার দেওয়া হয়েছে। মন্দ কাজের ক্ষমতা থাকা সত্তেও মন্দ না করে ভাল কাজ করার কারণে তারা পুরস্কার পাওয়ার অধিকারী। তেমনি ভাল কাজ করার ক্ষমতা থাকা সত্তেও মন্দ কাজ করার কারণে তারা শাস্তি পাওয়ার যোগ্য।
মানুষ এবং জিনের মধ্যে একটি বিরাট বিষয়ে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা মানুষের উপর পৃথিবীতে আল্লাহর খিলাফত কায়েমের দায়িত্ব দিয়েছেন। জিন জাতিকে এ দায়িত্ব দেওয়া হয়নি। নবী-রাসূলগণকে খিলাফত কায়েমের দায়িত্ব দিয়েই পাঠানো হয়েছে। জিন জাতির মধ্যে কোন নবী-রাসূল পাঠানো হয়নি। এতে প্রমাণিত হয় যে, মানুষই সৃষ্টির সেরা—!!!!!!!

সুরা আল ফাতিহা

﴿الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ﴾
১) প্রশংসা ১ একমাত্র আল্লাহর জন্য ২ যিনি নিখল বিশ্ব –জাহানের রব, ৩
﴿الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴾
২) যিনি পরম দয়ালু ও করুণাময় ৪
﴿مَالِكِ يَوْمِ الدِّينِ﴾
৩) প্রতিদান দিবসের মালিক ৷ ৫
﴿إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ﴾
৪) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং ৬ একমাত্র তোমারই কাছে সাহায্য চাই ৭
﴿اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ﴾
৫) তুমি আমাদের সোজা পথ দেখাও, ৮
﴿صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ﴾
৬) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, ৯
﴿غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ﴾

তাহলে শোন উপদেশাবলী

০১. তুমি একমাত্র আল্লাহ্‌র (গোলামী) ইবাদত করবে পবিত্র কোর’আন ও সুন্নায় বর্ণিত সঠিক ও সহজ পন্হায়।
০২. ধর্ম বিশ্বাস তথা ‘আকিদাহ্‌ ও ইবাদতের ব্যাপারে এমনকি সকল ক্ষেত্রে আল্লাহ্‌র সাথে শির্‌ক নেক ‘আমলকে ধ্বংস করে দেয় এবং মানুষকে চরম ক্ষতিতে নিক্ষিপ্ত করে।
০৩. ‘আক্বীদাহ্‌ ও ইবাদত তথা সকল ক্ষেত্রেই বিদ’আত (দ্বীনে নতুন সৃষ্ট বিষয়) থেকে অনেক দূরে থাকবে। কেননা, বিদ’আত হল বিভ্রান্তি। আর বিভ্রান্তিতে লিপ্ত ব্যক্তি জাহান্নামের ইন্ধন।
০৪. সালাতকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করবে। (যথাসময়ে নিয়মিতভাবে আদায় করে নিবে)। কেননা, যে কেউ সালাতকে সংরক্ষণ করে এবং সালাতের ব্যাপারে সংরক্ষণশীল হয়, তার সকল কাজই হয় যথাযথ ও সংরক্ষনশীলতার ভিতর দিয়ে। পক্ষান্তরে যে কেউ এর সংরক্ষণ করে না, তার সকল কাজই হয় অরক্ষণশীল ও অপরিপূর্ণ।
উল্লেখ্য সালাতের ব্যাপারে প্রথমেই হয়ে যাবে পবিত্রা। তারপর প্রশান্ত আত্মার অধিকারিণী অতঃপর স্বস্তির সাথে খুশু-খুজুর সাথে প্রথম ওয়াক্তেই একে আদায় করে নিবে। জেনে রেখ, যার সালাত (নামাজ) ঠিক তার সবই ঠিক। আর যার সালাত ঠিক নয়, তার সবই বরবাদ।
০৫. তুমি বিবাহিতা হলে সর্বদাই তোমার স্বামীর আনুগত্য থাকবে। তার কোন চাওয়াকে প্রত্যাখ্যান করবে না এবং তার আদেশ-নিষেধের বিরুদ্ধাচরণ করবে না, যতৰণ পর্যন্ত না, সে আল্লাহ ও তাঁর রাসূলের (সা:) কোনরূপ বিরদ্ধাচরণ করে।
০৬. তুমি তোমার স্বামীর উপস্হিতি। অনুপস্হিতিতে তথা গোপন-প্রকাশ্য সর্বাবস্হায় তার ধন-সম্পদসহ তোমার নিজেকে সংরক্ষণ করে রাখবে এবং এই ব্যাপারে মুহুর্তের জন্যেও গাফিল হবে না।
০৭. তুমি সর্বদাই তোমার প্রতিবেশীদের প্রতি ইহ্‌সান (দয়া প্রদর্শন) করবে, তোমার মুখের, সুন্দর, প্রাঞ্জল ও মিষ্টি মধুর কথাবার্তা এবং উত্তম ব্যবহারের মাধ্যমে। আর তোমার ভালবাসার কোমল হাতকে সম্প্রসারিত করবে তাদের যে কোন আপদ-বিপদ ও বালা-মুসবতের মুহুর্তে। কেননা, রাসূলুল্লাহ (সা:) এরশাদ করেছেন :
‘যে কেই আল্লাহ্‌ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করে এবং তাদের অধিকার প্রদানে সচেষ্ট থাকে।’ (বুখারী)
০৮. সর্বদাই তুমি তোমার পরিবার-পরিজন, সন্তান-সন্ততি ও পরিবেশকে শুভ্র-সুন্দর ও আদর্শময় করে ঘরে তুলতে থাকবে সচেষ্টময়ী, কর্মচঞ্চলা ও প্রাণোদীপ্তা। তবে বিশেষ কোন প্রয়োজন ছাড়া তুমি এর সীমানার বাইরে যাবে না। কিন্তু যখনই ঘর থেকে বাইরে বের হবে তখন এমনভাবে বের হবে, যাতে কেউই তোমাকে অনুভব করতে না পারে।
০৯. তুমি সর্বদাই থাকবে তোমার মাতা-পিতা ও শশুর-শাশুরীর প্রতি অতি যত্নবান এবং খাদিম। তুমি তাদের সাথে উত্তম বাক্যালাপ করবে আর দরীভূত করবে তাদের সকল প্রকার দুঃখ-কষ্ট, বেদনা ও যন্ত্রণাদায়ক বিষয়বস্তুকে তোমার উত্তম সাহচর্যের মাধ্যমে। তবে এর সবটাই হবে আল্লাহর আনুগত্যের অধীনে।
১০. তুমি তোমার সন্তান-সন্ততিকে সুশিক্ষায় ও সচ্চরিত্রে চরিত্রবান করে গড়ে তোলার জন্যে সর্বাধিক খেয়াল রাখবে। কেননা, তুমিই হলে তোমার সন্তান-সন্ততির প্রথম শিক্ষক। তোমার থেকেই তারা পাবে উত্তম চরিত্র। উন্নত শিক্ষা ও সর্বোত্তম নৈতিকতায় গড়ে উঠে দেশ ও দশের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার অনুপম মহত্ব। তাই সর্বদাই তুমি তাদের ভাল ও সৎ কাজের প্রতি করবে উৎসাহিত এবং মন্দ ও খারাপ কাজ থেকে করবে বিমুখ ও নিরুৎসাহিত। আর ইসলামের জীবন ব্যবস্হার নিরিখে জীবন-যাপনে করে তুলবে আজন্ম অভ্যস্ত। যখন তোমার সন্তানের বয়স সাত বছর তখন থেকেই তাদেরকে সালাত আদায় করার জন্য অনুপ্রাণিত করবে। এবং দশ বছর বয়সে সালাত সহ ইসলামী জীবন ব্যবস্হায় তাদের উপযোগী কোন কিছু পরিত্যাগ করলে করবে মৃদু প্রহার।
আরো শুনে নাও, শিরীয় সাহিত্যিক চিন্তাবিদ হাফেজ ব্রাহিম বলেছেন : মা হল একটা শিক্ষা নিকেতন যখন তুমি তাকে তেমন করে গঠন করবে। তাহলে গঠন করলে এমন একটা জাতি যারা মূলতই উৎকৃষ্ট ধমনী দিয়ে গঠিত। মা হল একটি কানন যদি তাকে সশিক্ষা লজ্জা ও শালীনতা রসে সিঞ্জিত এবং সংরক্ষণ করো। তাহলে সে সত্যিই (সন্তান-সন্তুতি নিয়ে) পত্র-পল্লবে আচ্ছাদিত ও সুশোভিত বাগানের ন্যায় ফুটে উঠবে। মা হল সকল শিক্ষকের প্রথম শিক্ষক। যার গুণপনা ও কৃতিকলাপই যুগ-যগান্তর ধরে জগতে সুখ্যাতি অবশিষ্ট রেখেছে।
১১. সর্বাবস্হায় আল্লাহ্‌র আদেশ ও নিষেধাবলীকে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সর্বাধিক আল্লাহ্‌র যিক্‌রে মত্ত থাকবে এবং বেশি বেশি দান-খয়রাত করবে (তবে তোমার সামর্থ্য অনুযায়ী) আমার এই উপদেশাবলী গ্রহণ করার ও সে অনুযায়ী বাস্তবে ‘আমল করা এবং এই বইটিকে ভালভাবে অধ্যয়ন করা এর অন্তর্নিহিত ভাব হৃদয়ঙ্গম করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার ক্ষমতা দানের জন্যে মহান আল্লাহ্‌ তা’আলার দরবারে তোমার জন্যে সাহায্য কামনা করছি। (আমীন!!!)
বোন হে আমার ! আলস্নাহ্‌ আমাদের সবাইকে সকল প্রকার ৰয়ৰতি ও খারাবী থেকে রৰা করম্নন এবং ঈমানের সাথে মৃত্যু দিন আর কিয়ামতে বেহিসাবে জান্নাতুল ফেরদাউস নসীব করন। (আমীন!!!)।

ভয়াবহ পরিণতি

যারা চায় আকর্ষিতা হয়ে সমাজ-বিধ্বংসী বোমায় পরিণত হতে তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা, যা কোর’আনের ভাষায় :
“যারা চায় বা কামনা করে যে, ঈমানদার লোকদের মধ্যে নির্লজ্জতা (ব্যভিচার) বিস্তার লাভ করুক। নিশ্চয়ই তাদের জন্যে দুনিয়া ও আখিরাতে রয়েচে যন্ত্রণাদায়ক শাস্তির। আর আল্লাহই জানেন, তোমরা জান না।” (সূরা নূর, ২৪: আয়াত ১৯)
বোন হে,
একটু চিন্তা কর, আল্লাহর এই ঘোষণা হল শুধু তাদের জন্যে, যারা মনে মনে চায় বা আকাঙ্খা করে, কিন্তু বাস্তবে যারা মু’মিনদের মধ্যে এই ব্যভিচার বিস্তারে ব্যস্ত ও তৎপর তাদের পরিণতি কি হবে?
(একদল জাহান্নামী, যাদের আল্লাহর রাসূলও (সা:) দেখেন নি, কিন্তু আমরা দেখছি।)
সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে যে, রাসূলুলস্নাহ (সা:) এরশাদ করেছেন :
“দুই দল নিকৃষ্ট জাহান্নামী, যাদের আমিও দেখিনি, এদের একটি হল এমন একদল লোক, যাদের হাতে সর্বদাই থাকে চাবুক যা দেখতে গরুর লেজের ন্যায় দেখায়, যা দিয়ে তারা মানুষকে প্রহার করে। (অর্থাৎ যারা সর্বদাই অন্যায়ভাবে মানুষদের প্রতি যুলুম করে চলে)। আর অপর দলটি হল এমন মহিলা যারা অর্ধনগ্ন অবস্হায় কাপড় পরিধান করে। ফলে তারা লোকদের আকৃষ্ট ও আকর্ষণ করে এবং তারাও হয় দুষ্ট লোকদের দ্বারা আকর্ষীতা এবং ব্যাভিচারের শিকার। তাদের মাথা যেন উঁচু কুঁজ বিশিষ্ট চলনৱ উটের ন্যায়। এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের গন্ধও পাবে না। পরিশেষে রাসূলুল্লাহ (সা:) জাহান্নামে এদরে অবস্হানের দূরত্বের আধিক্য বুঝাতে বলেছেন : “জান্নাতের সুঘ্রাণ এত এত দুরত্ব থেকেও পাওয়া যাবে।”
উল্লেখিত হাদীস শরীফে রাসূল (সা:) দুষ্ট-লম্পট চরিত্রহীনা ও অসভ্য মহিলাদের এক পরিচিতি তুলে ধরেছেন।
আল্লাহর রাসূল (সা:) বলেছেন, তারা হল :
“পোষাক পরিহিতা উলঙ্গ অর্থাৎ এমনভাবে কাপড় পরে, যাতে তাদের অর্ধনগ্ন দেখায় অথবা এমন কাপড় পরে যাতে তার শরীরের সকল অঙ্গ-প্রতঙ্গ এমনিতেই ষ্পষ্ট দেখা যায়।।”
আল্লাহ্‌র আনুগত্য থেকে বিমুখ এবং আকৃষ্টকারিণী, যে লজ্জা শরম কি তা বুঝেই না এবং পর্দার ধারে কাছেও আসে না বরং সর্বদা নিজের প্রবৃত্তিকেই অনুসরণ করে চলে।
আকৃষ্ট বা আকর্ষিতা। যে চলাফেরা ও কাজকর্মের দ্বারা পরপুরষ কর্তৃক আকৃষ্ট হয়, ব্যভিচারিত হয়। কিন্তু সে এতে কোন অপমান বোধতো করেই না বরং এটাই সে চায়।
অর্থাৎ, তাদের মাথা হল উঁচু কুঁজ বিশিষ্ট চলন্ত উটের ন্যায়। এই সমস্ত মেয়েরা নিজেদের চুলকে উপর দিকে দাঁড় করিয়ে বাঁধে এবং হাটার সময় মাথাটাকে উন্মুক্ত করে উটের ন্যায় অগ্রসর হয়।